চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যার চেয়ে সহযোগিতা বেশি হবে: ওয়াং ই
  2018-05-24 18:22:35  cri

মে ২৪: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদের চেয়ে সহযোগিতার সুযোগ বেশি এবং চ্যালেঞ্জের চেয়ে সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যুক্তরাষ্ট্র সময় গতকাল (বুধবার) আর্জেন্টিনা সফর শেষে দেশে ফেরার পথে ওয়াশিংটনে যাত্রাবিরতিতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেওর সঙ্গে সাক্ষাত্ করেন।

ওয়াং ই জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তরিক বৈঠক হয়েছে। চীন-মার্কিন সম্পর্ককে পরস্পরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে উল্লেখ করেন তাঁরা।

ওয়াং ই আরও বলেন, সম্প্রতি দু'পক্ষের প্রতিনিধিদল বাণিজ্যিক বিষয়ে গভীরভাবে আলোচনা করেছে। এতে গঠনমূলক, ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন তাঁরা।

আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে দু'পক্ষ। যৌথ প্রচেষ্টা চালালে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতার তালিকা দীর্ঘ হবে এবং সমস্যার তালিকা ছোট হবে বলে মনে করেন ওয়াং ই।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040