জার্মান চ্যান্সেলরের সঙ্গে দেশটির ২০ জনেরও বেশি শিল্পপতি চীন সফর করছেন: চীনের বাণিজ্য মুখপাত্র
  2018-05-24 16:57:01  cri
মে ২৪: সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেশটির ২০ জনেরও বেশি বড় শিল্পপতি চীন সফর করছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

কাও ফেং বলেন, চীনে জার্মান প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ক্রয়ের পরিমাণ ৫৫ হাজার কোটি ইউরো ছাড়িয়েছে। এতে চীন-জার্মানি আর্থ-বাণিজ্যিক সহযোগিতার গুরুত্ব প্রতিফলিত হয়। চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি মার্কেলের নেতৃত্বে বাণিজ্যিক প্রতিনিধিদল শেনচেন সফর করেন। শেনচেন চীনের সংস্কার ও উন্মুক্তকরণের নীতি প্রবর্তনের প্রথম সারির একটি শহর।

কাও ফেং আরও বলেন, দু'দেশ ডিজিটাল ব্যবস্থা, নতুন জ্বালানির গাড়ি, স্মার্ট ও চালকবিহীন গাড়িসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040