বেইজিংয়ে ইয়াং চিয়ে ছি'র সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  2018-05-24 11:11:26  cri
মে ২৪: গতকাল (বুধবার) বেইজিংয়ে পাক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়া সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির বিদেশবিষয়ক কমিশনের পরিচালক ইয়াং চিয়ে ছি'র সঙ্গে বৈঠক করেন।

বৈঠক ইয়াং চিয়ে ছি বলেন, ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাকিস্তান সফরের পর থেকে এ-পর্যন্ত, চীন-পাকিস্তান কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। নতুন পরিস্থিতিতে দু'পক্ষের উচিত, উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রেখে, কৌশলগত যোগাযোগ জোরদার করা, সার্বিক সহযোগিতা গভীরতর করা, এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নির্মাণকাজ অব্যাহত রাখা।

জবাবে জানজুয়া বলেন, পাকিস্তান সবসময় চীনের পাশে আছে। তাঁর দেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগিয়ে, পাররস্পরিক সহযোগিতা গভীরতর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে।(সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040