চীন সরকারের কেন্দ্রীয় নিরীক্ষা কমিটির প্রথম অধিবেশনে ভাষণ দিলেন সি চিন পিং
  2018-05-24 11:07:56  cri
মে ২৪: গতকাল (বুধবার) বিকেলে চীন সরকারের কেন্দ্রীয় নিরীক্ষা কমিটির প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট ও সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, নিরীক্ষা সিপিসি ও রাষ্ট্রীয় তত্ত্বাবধানব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠার পর বিগত ৩০ বছরে এই বিভাগ রাষ্ট্রীয় আর্থিক শৃঙ্খলা রক্ষা, পুঁজির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, দুর্নীতিদমন, ও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। চীনে অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে এ-পর্যন্ত, রাষ্ট্রীয় অর্থনৈতিক নিরাপত্তা সংরক্ষণ, সার্বিকভাবে সংস্কার গভীরতর করা, ও আইনভিত্তিক রাষ্ট্রপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রেও এই বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, নিরীক্ষা বিভাগের উচিত সার্বিকভাবে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনার আলোকে আইন অনুযায়ী নিজ দায়িত্ব পালন করা এবং দুর্নীতিদমনে তত্ত্বাবধায়কের ভুমিকা পালন করা। তা ছাড়া, বিভিন্ন পর্যায়ের নিরীক্ষা বিভাগগুলোর উচিত সিপিসি'র নেতৃত্বে বিশ্বাসযোগ্য, দক্ষ, ও সামর্থ্যবান কর্মীদল গড়ে তোলা। তিনি বিভিন্ন পর্যায়ে নিরীক্ষাকাজে সরকারি কর্মকর্তাদের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040