আর্থিকভাবে দুর্বল অঞ্চলে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াতে হবে: চীনা প্রধানমন্ত্রী
  2018-05-24 10:19:47  cri
মে ২৪: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, দেশে আর্থিকভাবে দুর্বল অঞ্চলগুলোতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং দুগ্ধশিল্পের উন্নয়নে প্রচেষ্টা জোরদার করতে হবে। তিনি গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ তথা মন্ত্রিপরিষদের সভায় এ-কথা বলেন।

সভায় বলা হয়, কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রীয় পরিষদের পরিকল্পনা অনুসারে, আর্থিকভাবে দুর্বল অঞ্চলগুলোর শিক্ষা-ব্যবস্থা আরও উন্নত করা হবে। দেশব্যাপী শিক্ষাখাতে ন্যায্যতা ও ভারসাম্য প্রতিষ্ঠায় এটা জরুরি। পাশাপাশি, বিভিন্ন শহর ও জেলায় কমিউনিটি-কিন্ডারর্গাটেনগুলোর যথাযথ পরিচালনার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রিসভায় আরও বলা হয়, সুস্থ ও শক্তিশালী চীন গড়ে তুলতে দুগ্ধশিল্পের উন্নয়ন প্রয়োজন। ভাল গুণগত মানসম্পন্ন গাভী লালন-পালন করতে হবে এবং পর্যাপ্ত দুধের জন্য প্রয়োজনীয়সংখ্যক খামার গড়ে তুলতে হবে। দুগ্ধজাতীয় খাবারের গুণগত মানসংক্রান্ত তত্ত্বাবধানকাজও জোরদার করতে হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040