সুরের ধারায়- সুয়ে খাই ছি
  2018-05-24 10:17:46  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা ভাগাভাগি করে নিতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব যথেষ্ট, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে; প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো চীনের হংকং-এর কন্ঠশিল্পী সুয়ে খাই ছি-এর গাওয়া কয়েকটি সুন্দর গান। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন তাঁর গাওয়া 'ইটস মাই ডে' শিরোনামে একটি গান।

বন্ধুরা, সুয়ে খাই ছি হংকং-এর বিখ্যাত গায়িকা এবং অভিনেতা। তরুণ তরুণীদের মধ্যে তিনি অনেক জনপ্রিয়। তাঁর জন্ম ১৯৮১ সালের ১১ আগস্ট। তিনি হংকংয়ের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। আচ্ছা, এখন শুনুন তাঁর গাওয়া একটি গান 'কালো অশ্রু'।

২০০৪ সালে তিনি প্রথম এ্যালবাম 'এফ' প্রকাশ করেন। আর ২০০৫ সালে তিনি প্রথমবারের মত চলচ্চিত্র অভিনয়ে যোগ দেন। তাঁর চেহারা দেখতে খুব মিষ্টি, বিশেষ করে অনেক তরুণ তরুণীদের সমর্থন পেয়েছেন। আচ্ছা, শুনুন আরেকটি গান, গানের শিরোনাম 'একজন স্মৃতি বিলোপ'।

বন্ধুরা, এখন শুনুন সুয়ে খাই ছি-এর গাওয়া আরেকটি গান, গানের শিরোনাম 'স্মৃতিকে কপি করা'। হ্যাঁ, ভালোবাসার স্মৃতি কত মধুর। কেউই তা ভুলে যাবে না, আর যদি সুযোগ আছে, তাহলে আপনি কি আপনার ভালোবাসার স্মৃতির একটি কপি করতে চান?

বন্ধুরা, এখন শুনুন সুয়ে খাই ছি'র আরেকটি গান, গানের শিরোনাম 'আইলিসের প্রথমবার'। এই গান তাঁর এ্যালবাম '"এফ" বেস্ট'-এর অন্যতম একটি গান। আর এই এ্যালবাম প্রকাশিত হয়েছে ২০০৭ সালের ১২ জুন। আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের শিরোনাম 'আমি দামি পাথর চাই না'। অনেকেই মনে করে, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে, মিষ্টি কথা, প্রতিশ্রুতি ছাড়া, কিছু দামি উপহার দেয়াও এক ধরনের পদ্ধতি। তাহলে আপনার মতামত কী? দামি উপহার কি ভালোবাসা প্রতিফলন করে?

বন্ধুরা, এখন শুনুন 'পথে' শিরোনামে গানটি। জীবনের পথে আপনি কার সঙ্গী চান? ভালোবাসার পথে আপনি কাকে দেখেছেন? চাকরির পথে আপনি কি কোনো কঠিন কাজের সম্মুখীন হয়েছেন? শুনুন গানটি, গানে হয়তো আপনার মনের কথা বলা হয়েছে।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ অংশে শুনুন 'আমি দেবদূতকে খুজে পাইনি'। গানটি।

আজকের অনুষ্ঠানে আমরা সুয়ে খাই ছি'র গাওয়া কয়েকটি সুন্দর গান শুনলাম।

আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040