'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশনে' যোগ দিচ্ছে ফিলিস্তিন
  2018-05-24 09:36:51  cri
মে ২৪: গত ১৭ মে জাতিসংঘ মহাসচিব বরাবর 'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশন'-এ যোগদানসংক্রান্ত দলিলপত্র দাখিল করেছে ফিলিস্তিন। আগামী ১৬ জুন থেকে ফিলিস্তিনকে এই কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যোগদানকারী হিসেবে গণ্য করা হবে। নেদারল্যান্ডস্‌-এর হেগে অবস্থিত জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা গতকাল (বুধবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানায়।

'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশন'-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিতে, স্বাক্ষরকারী দেশকে জাতিসংঘ মহাসচিবের কাছে সংশ্লিষ্ট দলিরপত্র দাখিল করতে হয়। আর তা দাখিলের ত্রিশ দিন পর কার্যকর হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল 'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশন' গৃহীত হয়। এ-পর্যন্ত বিশ্বের ১৯২টি দেশ এই কনভেনশন স্বাক্ষর করেছে। ভারত, পাকিস্তান, ইসরাইল, উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশ এখনও এই কনভেনশনে যোগ দেয়নি। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040