সুন্দরবনের দস্যু বাহিনীর ৫৭ সদস্যের আত্মসমর্পণ
  2018-05-23 19:19:15  cri

সুন্দরবনের দস্যু বাহিনীর ৫৭ সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছেন। বুধবার খুলনা র‌্যাব ৬'র সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র সমর্পণ করেন তারা।

আত্মসমর্পনকারী দস্যু বাহিনীর মধ্যে দাদাভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর ৯ জন, আমির আলী বাহিনীর ৭ জন, সুর বাহিনীর ১০ জন, ছোট শামসু বাহিনীর ৯ জন ও মুন্না বাহিনীর ৭ জন রয়েছে। পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারীদের আর্থিক অনুদানের চেক দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040