উত্তর কোরিয়া-মার্কিন শীর্ষনেতার বৈঠক সফল হবে: চীনের প্রত্যাশা
  2018-05-23 19:16:25  cri

মে ২৩: উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবে এবং পরস্পরের উদ্বেগ দূর করবে বলে আশা করে চীন। চীনের প্রত্যাশা, উত্তর কোরিয়া ও মার্কিন শীর্ষনেতার আসন্ন বৈঠক সফল হবে ও ফলপ্রসূ হবে। আজ (বুধবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং এ-সব কথা বলেছেন।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাতের সময় পিছিয়ে দিতে হতে পারে। এ প্রসঙ্গে লু খাং বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপ সমস্যার রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার বিরল ও ঐতিহাসিক সুযোগের সম্মুখীন হয়েছে। লু খাং জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠকের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে এবং উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে পারে। চীন সবসময় এতে উত্সাহ ও সমর্থন দেয়। ভবিষ্যতেও চীন এ বিষয়ে নিজের ভূমিকা অবহ্যাতভাবে পালন করবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040