সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণের চেতনা শিক্ষার জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  2018-05-23 19:11:08  cri

মে ২৩: আজ (বুধবার) সকালে বেইজিংয়ে মার্কসবাদের শিক্ষা জোরদার এবং 'সচ্চরিত্র, মেধাবী, স্বাস্থ্যকর ও সুন্দর কাজের দক্ষতা লালন' শিরোনামে আলাদা দু'টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমহাপরিচালক কু হাই লিয়াং, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিউ ইয়ো এ ক্লাস দুটি পরিচালনা করেন।

রাজধানীর এক হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এতে যোগ দিয়েছেন। সম্প্রতি পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক আলোচনাসভায় সি চিন পিংয়ের ভাষণ এবং মার্কসের দ্বিশততম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণের চেতনা জোরদারে এ কর্মশালার আয়োজন করা হয়।

এর মাধ্যমে 'রাজধানীতে লাখ লাখ শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ' শিরোনামে অভিযান শুরু হলো।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040