বেসামরিক মানুষের প্রাণ রক্ষায় সশস্ত্র সংঘর্ষ বন্ধ করা উচিত: আন্তোনিও গুতেরহিস
  2018-05-23 18:36:37  cri
মে ২৩: সশস্ত্র সংঘাত বন্ধ করেই বেসামরিক মানুষের প্রাণহানি রক্ষা করা যায়। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক উন্মুক্ত বিতর্কে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরহিস এ মন্তব্য করেছেন।

অন্তোনিও গুতেরহিস বলেন, সংঘাতের কারণে বিশ্বজুড়ে ১২ কোটি ৮০ লাখ মানুষের জরুরি মানবিক ত্রাণ সাহায্য দরকার। গত বছর আফগানিস্তান, মধ্য আফ্রিকা, কঙ্গো প্রজাতন্ত্র, ইরাক, সোমালিয়া ও ইয়েমেনে ২৬ হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে জাতিসংঘের কাছে তথ্য আছে।

গুতেরহিস আরও বলেন, সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত এবং যৌন সহিংসতার শিকারে পরিণত হয়। এ ছাড়া, বিশ্বব্যাপী চিকিত্সা স্থাপনাতেও অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। এতে ২৪২ জন চিকিত্সা কর্মী ও রোগী প্রাণ হারায়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040