চীন আরও উন্মুক্ত হবে: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-05-23 15:36:17  cri
মে ২২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তাঁর দেশ ভবিষ্যতে আরও উন্মুক্ত হবে। পাশাপাশি, বিদেশি বিনিয়োগের জন্য পরিবেশও উন্নত করা হবে। তিনি গতকাল (মঙ্গলবার) চীনের বানিজ্য মন্ত্রণালয় এবং কাস্টম সাধারণ প্রশাসন পরিদর্শনকালে এ-কথা বলেন।

কাস্টম সাধারণ প্রশাসন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে সেবার মান আরও উন্নত করে আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় ও খরচ আরও কমিয়ে আনা হবে। পাশাপাশি, চোরাচালান ও নিন্মমানের পণ্যের চীনে প্রবেশ বন্ধে প্রচেষ্টা জোরদার করা হবে।

বানিজ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে লি খ্য ছিয়াং বলেন, গত ৪০ বছর ধরে উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন যুগে চীনকে বিদেশিদের জন্য আরও উন্মুক্ত করা সরকারের গৃহীত অন্যতম নীতি।

তিনি আরও বলেন, চীন বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থার পক্ষে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষই যাতে লাভবান হতে পারে, যে চেষ্টা অব্যাহত রাখতে হবে।(আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040