লোনলি প্ল্যানেটে
  2018-05-24 08:57:34  cri



বিশ্ববিখ্যাত ভ্রমণ পত্রিকা 'লোনলি প্ল্যানেটে'-এর প্রতিষ্ঠাতা টোনি হুইলার (Tony Wheele) বলেন, মহাকাশের মধ্যে আমাদের পৃথিবী সুন্দর এবং নিঃসঙ্গ। প্রতিটি মানুষ একেকটি লোনলি প্ল্যানেট, ভ্রমণের সময় মানুষ অন্যকে দেখে ও জানে। নিঃসঙ্গতার কারণে ভ্রমণের মাধ্যমে মানুষ অন্য মানুষ ও পৃথিবীর সঙ্গে যুক্ত হয়। চীনে একটি কথা প্রচলিত আছে। তা হলো, জীবন একটি নিঃসঙ্গ যাত্রা, সব দৃশ্য ও গল্প একাই দেখা ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। হয়ত প্রত্যেকেই জীবনে নিঃসঙ্গ সময় কাটিয়েছেন। আজকের অনুষ্ঠানে আমরা 'নিঃসঙ্গতা' নিয়ে কিছু গান শুনবো, সংগীতের মাধ্যমে অন্য একটি 'লোনলি প্ল্যানেট'কে সংযুক্ত করবো।

প্রথমে আমরা শুনবো '৬১২ প্ল্যানেট', গেয়েছে চীনের বিখ্যাত ব্যান্ড 'এসএইচই'। বন্ধুরা, আপনারা কি ফ্রান্সের বিখ্যাত রূপকথা-চলচ্চিত্র 'লিটল প্রিন্স' দেখেছেন? গল্পের প্রধান চরিত্র 'লিটল প্রিন্স' ৬১২ নামক একটি প্ল্যানেট থেকে পৃথিবীতে আসে। সেই প্ল্যানেটে শুধু সেই একমাত্র বাসিন্দা। লিটল প্রিন্স মহাকাশে একা ভ্রমণ করে। একটি গোলাপ ফুলের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এই গানে বলা হয়েছে, নিঃসঙ্গতাকে কোনো ভয় নেই। বিশ্বাস করুন, পৃথিবীতে কেউ একজন ৬১২ প্ল্যানেটে আপনার জন্য অপেক্ষা করছে।

বড় শহরে বসবাস করলেও অনেক সময় নিজেকে একাকী মনে হয়। জটিল মানব সম্পর্ক, কাজের ব্যস্ততা সবকিছুই বেশি, তবে অন্তরঙ্গ বন্ধুর সংখ্যা কম। সারা দিনের ব্যস্ততার পর, ক্লান্ত শরীর টেনে বাড়ি ফেরার পথে বাসে ওঠার লাইনে দাঁড়িয়ে অনেকের মধ্যেও নিজেকে একা বলে মনে হয়। বন্ধুরা, জীবন চলার পথে আপনারও কি এরকম নিঃসঙ্গ মনে হয় কখনও কখনও?

নিঃসঙ্গতার সঙ্গে ভ্রমণের সম্পর্ক রয়েছে। নিঃসঙ্গ লাগলেও ভ্রমণ করা উচিত। টোনি হুইলার (Tony Wheeler) বলেন, "নিঃসঙ্গতা আমাকে স্বাধীনতা ও মুক্তি দেয়, তা নিয়ে আমি ভ্রমণ করি, বিভিন্ন শহরে যাই, বিভিন্ন লোক ও দৃশ্য দেখি। মনোযোগ দিয়ে এই পৃথিবীকে অনুভব করে আমি নিঃসঙ্গতা ভুলে যাই।"

মনস্তত্ববিদরা (psychologist) বলেন সব ধরনের মেজাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আছে। নিঃসঙ্গতাও ব্যতিক্রম নয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্য কারও সহচার্য না পেলে নিঃসঙ্গ অনুভব করে। তবে আমরা হয়ত বুঝি-না যে, নিঃসঙ্গতা আমাদের নিরাপত্তাবোধ তৈরি করে। নিঃসঙ্গতা মানে আমরা অন্য কারও সঙ্গে যুক্ত না, কোনো ধরনের দায়বদ্ধতাও নেই। নিজের মতো সব কাজ করা যায়। এ-দিক থেকে নিঃসঙ্গতার একটি 'ইতিবাচক' ভূমিকা রয়েছে।

নিঃসঙ্গভাবে বসবাসের কারণে কেউ হয়ত অন্যদের চেয়ে কোনো জিনিস ও বিষয়ে অনেক বেশি জানতে পারে। যেমন দক্ষতার সঙ্গে একাই গৃহস্থালি যন্ত্রপাতি মেরামত করতে পারে; বাড়ির সামনে দিয়ে ছুটে যাওয়া প্রতিটি রুটের বাস চিনে; বা কোন রেস্তোরাঁয় কি কি মেনু আছে, আর তার স্বাদ কেমন-সব জানে! এসব ব্যাপার ছোটোখাটো হলেও নিঃসঙ্গ মানুষের কাছে তার অর্থ আছে।

নিঃসঙ্গ অবস্থায় মানুষ যেন সহজেই অতীতকে স্মরণ করতে পারে, বা কোনো বিশেষ মানুষের কথা মনে করতে পারে।

নিঃসঙ্গ হলে আপনি কার কথা মনে করেন?

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরো একটি সুন্দর চীনা গান 'লোনলি প্ল্যানেট' শুনবো। প্রতিটি মানুষ একটি লোনলি প্ল্যানেট হলেও সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিময় পৃথিবী তৈরি করতে পারে। নিঃসঙ্গবোধ তৈরি হলেও সেজন্য দুঃখ অনুভূত হয় না। কারণ সবারই নিঃসঙ্গ অনুভূতি হয় এবং প্রত্যেকের অনুভূতিই অনন্য। আশা করি সবাই নিজের জীবনে নিঃসঙ্গতা উপভোগ করতে পারবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040