কোরীয় উপদ্বীপ অস্ত্রমুক্তকরণে কাজ করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া
  2018-05-23 15:24:49  cri
মে ২৩: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউস সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক করেছেন। দু'নেতা যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষনেতার বৈঠকসহ নানা বিষয়ে মতবিনিময় করেন এবং পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপের জন্য যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ-দিন দুপুরে বৈঠকের আগে ট্রাম্প ও মুন জায়ে-ইন যৌথ সাংবাদিক সম্মেলন করেন। এসময় ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে আগামী ১২ জুন সম্ভবত বৈঠক অনুষ্ঠিত হবে না। আরও দেরিতে বৈঠক আয়োজন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে মুন জায়ে-ইন বলেন, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষনেতার বৈঠক প্রত্যাশা করে দক্ষিণ কোরিয়া। সেইসঙ্গে বৈঠকের সাফল্যও কামনা করেন তিনি।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মুন জায়ে-ইন এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা সহকারী জন বোল্টনের সঙ্গে বৈঠক করেছেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040