এসসিও'র সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তা-সহযোগিতা জোরদারের ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপ
  2018-05-23 14:51:30  cri
মে ২৩: শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তা-সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে সংস্থার নিরাপত্তা পরিষদের সচিবদের ত্রয়োদশ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে বৈঠকে, সকল নেতিবাচক পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবিলার কথাও বলেন।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দেশ বিচ্ছিন্নতাবাদ, ধর্মীয় চরমপন্থা ও সহিংসতা, মাদকদ্রব্যের চোরাচালান, এবং আন্তঃদেশীয় অপরাধসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন, বহুমুখী, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা-বলয় গড়ে তুলতে হবে।

বৈঠকে বিদেশি প্রতিনিধিরা বলেন, এবারের নিরাপত্তা-সম্মেলনে সন্ত্রাসবাদ, তথ্য-নিরাপত্তা জোরদার, ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এ-আলোচনায় সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে ভবিষ্যত-সহযোগিতায় দিক্‌নির্দেশনা দেওয়া হয়েছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040