কক্ষেপথে পৌঁছেছে বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু ১
  2018-05-22 18:28:42  cri

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উক্ষেপণের ১০ দিনের মাথায় মহাকাশে নিজ কক্ষপথের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সাধারণত স্যাটেলাইট স্থির হতে ১২ দিন সময় লাগে। দুচার দিনের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্বাভাবিক অবস্থায় আসবে বলে জানান তিনি। আর এ থেকে সেবা পেতে তিনমাস সময় লাগবে। গত ১১ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানো ৫৭তম দেশের গৌরব লাভ করে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040