চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধিদলের বাংলাদেশ, লাওস ও মিয়ানমার সফর
  2018-05-22 18:20:28  cri

মে ২২: বাংলাদেশ, লাওস ও মিয়ানমার সফর করেছে চীনের প্রতিনিধিদল। চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ওয়াং চেং ওয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১৩-২২ মে দেশ তিনটি সফর করেছে।

এই সফরে তিনটি দেশের কর্তৃপক্ষের কাছে সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা এবং চলতি বছরের দুই অধিবেশনের চেতনা তুলে ধরেন তাঁরা। তিনটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে নেওয়াসহ নানা বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন প্রতিনিধিরা।

তিন দেশের নেতা চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা চীনের কাছ থেকে দেশ প্রশাসনের অভিজ্ঞতা অর্জন করতে চান বলে উল্লেখ করেন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040