চীন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2018-05-22 18:16:37  cri

মে ২২: আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাজধানী বুয়েন্স আয়ারসে জি-টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ব্রিটেন বড় দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতির সামনে দু'পক্ষের উচিত্ কৌশলগত যোগাযোগ জোরদার করা, সহযোগিতা গভীর করা ও চীন-ব্রিটেন সম্পর্কের 'সোনালি যুগ' সূচনা করা। চীন ও ব্রিটেন ইউরেশিয়ার দুই প্রান্তে অবস্থিত। দু'পক্ষ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে আরও ইতিবাচকভাবে সহযোগিতা করবে বলে আশা করেন ওয়াং ই।

এদিকে জনসন বলেন, ব্রিটেন-চীন সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ব্রিটেন। চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক উদ্যোগ এবং ব্রিটেন এতে অংশ নিতে চায়।

বৈঠকে দু'পক্ষ ইরানের পরমাণু ইস্যু ও কোরীয় উপদ্বীপ পরমাণু সমস্যা নিয়ে মতবিনিময় করেছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040