চীনের গণনিরাপত্তামন্ত্রীর সঙ্গে শাংহাই সহযোগিতা সংস্থার নেতাদের সাক্ষাত
  2018-05-22 17:56:11  cri

মে ২২: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও গণনিরাপত্তামন্ত্রী চাও খ্য চি গতকাল (সোমবার) বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার নিরাপত্তা সচিবদের সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন। এ-দিন তিনি পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া, ভারতের জাতীয় নিরাপত্তা উপ-উপদেষ্টা রাজিনদের খান্না, কিরগিজস্তানের নিরাপত্তা সম্মেলন-বিষয়ক সচিব দামির সাগনবায়েভ, উজবেকিস্তানের নিরাপত্তা সম্মেলন-বিষয়ক সচিব ভিক্টর মাখমুদোভ, তাজিখস্তান নিরাপত্তা সম্মেলন-বিষয়ক সচিব এএ খাহ্‌হারোভ এবং কাজাখস্তান প্রেসিডেন্টের সহকারী নুরলান ইয়ামেকবায়েভের সঙ্গে বৈঠক করেন।

পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় চাও খ্য চি বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে অব্যাহতভাবে ঘনিষ্ঠ যোগাযোগ জোরদার করতে, অন্তর্দেশীয় অপরাধ, সন্ত্রাসদমন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদারের পাশাপাশি চীন-পাকিস্তান সার্বক্ষণিক মৈত্রী ও দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা গভীর করতে ইচ্ছুক চীন।

জবাবে জানজুয়া বলেন, চীনের সঙ্গে নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান, যাতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ সুষ্ঠু হয়।

ভারতের জাতীয় নিরাপত্তা উপ-উপদেষ্টা রাজিনদের খান্নার সঙ্গে সাক্ষাতে চাও খ্য চি বলেন, চীন ভারতের সঙ্গে দু'দেশের শীর্ষনেতার সিদ্ধান্ত বাস্তবায়ন করা, উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা, সহযোগিতামূলক বিন্যাস বাস্তবায়ন করা ও সন্ত্রাসদমনে সহযোগিতা গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নতি চায়।

অন্যদিকে খান্না বলেন, চীনের সঙ্গে দুই শীর্ষনেতার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এবং বিভিন্ন আইন প্রয়োগের ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে চায় ভারত।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040