জেডটিই কোম্পানির বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও চীন: মার্কিন গণমাধ্যম
  2018-05-22 17:54:42  cri
মে ২২: জেডটিই কোম্পানির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল (সোমবার) মার্কিন গণমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নালে' এ খবর দেওয়া হয়েছে।

গণমাধ্যম জানায়, এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নিচ্ছে দেশ দু'টি। আলাপ-আলোচনার পর চুক্তিতে পৌঁছালে ট্রাম্প সরকার মার্কিন প্রতিষ্ঠানগুলোতে জেডটিই'র পণ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন এ-দিন সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জেডটিই'র ওপর নিষেধাজ্ঞা জারি করা মানে এ প্রতিষ্ঠানকে ধ্বংস করা নয়।

অন্য এক খবরে বলা হয়েছে, মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস আগামী সপ্তাহে চীন সফর করবেন। সে সময় বিষয়টিতে আলোচনা হতে পারে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040