বাণিজ্যে সংরক্ষণনীতির কারণেই গেল শতাব্দিতে বিশ্বের অর্থনীতি সংকটে পড়েছিল: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-22 16:20:40  cri
মে ২২: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিভিন্ন দেশ বাণিজ্যে সংরক্ষণনীতি গ্রহণ করায়, গেল শতাব্দিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। তিনি গতকাল (সোমবার) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে অনুষ্ঠিত জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ-মন্তব্য করেন।

তিনি বলেন, জি-টোয়েন্টি বহুপক্ষবাদের প্রতীক। ১০ বছর আগে এই প্লাটফর্মের প্রতিষ্ঠা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বের অর্থনীতি সংকট থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এ-থেকে প্রমাণিত হয় যে, বহুপক্ষবাদে অবিচল থাকা এবং বিশ্ব-প্রশাসনব্যবস্থা উন্নত করা বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সকল পক্ষের উচিত কল্যাণমূলক সহযোগিতার ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং আলাপ-আলোচনার মাধ্যমে সকল মতভেদ দূর করা।

ওয়াং ই আরও বলেন, চীন সবসময় বিশ্বশান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা এবং বিশ্বের উন্নয়নে ইতিবাচক অবদান রেখে যাবে। চীন এ-ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040