চীন-মার্কিন বাণিজ্যিক মতৈক্য দু'দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-05-22 16:20:04  cri
মে ২২: সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে যে-মতৈক্যে পৌঁছেছে, তা দু'দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর যেসব কাজ দু'দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেসব কাজ ভালোভাবে করার দায়িত্ব দু'দেশের সরকারের ওপর বর্তায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-মন্তব্য করেন।

লু খাং বলেন, দু'দেশের মধ্যে বাণিজ্যসহ অন্যান্য ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হোক, তা চীন চায় না। চীন-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে দু'দেশের সহযোগিতা বিশ্বের জন্যও কল্যাণকর।

মুখপাত্র বলেন, বাণিজ্য-যুদ্ধ যে কল্যাণকর নয়, তা দু'দেশই উপলব্ধি করেছে। আর তাই এ-বারের দ্বিপক্ষীয় বাণিজ্য-আলোচনা সফল হয়েছে। দু'পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে বাণিজ্য খাতে বিদ্যমান সমস্যা সমাধানে এবং পরস্পরের রফতানি-পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

লু খাং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে ৪০ বছর আগে। এখনও দু'দেশের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র বড় দেশ। দু'দেশের মধ্যে অর্থনৈতিক বিনিময় ও যোগাযোগ যত বাড়বে, তত মতভেদও সৃষ্টি হবে। এটা স্বাভাবিক। আলাপ-আলোচনার মাধ্যমেই এসব মতভেদ দূর করতে হবে এবং সেটা দু'দেশের অর্থনীতি ও জনগণের জন্য কল্যাণকর। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040