বেইজিংয়ে আলাস্কার গভর্নর ও নিউ মেক্সিকোর উপ-গভর্নরের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রীর বৈঠক
  2018-05-22 14:48:16  cri
মেই ২২: চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হ্য গতকাল (সোমবার) সকালে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কার গভর্নর বিল ওয়াকার এবং নিউ মেক্সিকোর উপ-গভর্নর জন সানচেজের সঙ্গে বৈঠক করেন। ওয়াকার ও সানচেজ 'চতুর্থ চীন-মার্কিন প্রদেশ ও রাজ্যপ্রধানদের সেমিনারে' অংশগ্রহণ করতে বেইজিং আসেন।

বৈঠকে লিউ হ্য তাঁর সদ্যসমাপ্ত ওয়াশিংটন সফরের কথা স্মরণ করে বলেন, চীন-যুক্তরাষ্ট্র বানিজ্য-আলোচনা ইতিবাচক, বাস্তবধর্মী ও ফলপ্রসূ ছিল। কিছু কিছু ক্ষেত্রে দু'দেশ গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে। এটা দু'দেশের জনগণের জন্যই কল্যাণকর প্রমাণিত হবে।

লিউ হ্য আশা করেন, চতুর্থ চীন-যুক্তরাষ্ট্র প্রদেশ ও রাজ্যপ্রধানদের সেমিনারের মাধ্যমে দু'দেশের মধ্যে স্থানীয় পর্যায়ের সহযোগিতা আরও শক্তিশালী হবে। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040