জি-টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-22 14:47:39  cri
মেই ২২: স্থানীয় সময় ২১ মে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে অনুষ্ঠিত জি-টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন চীনের পররাষ্টমন্ত্রী ওয়াং ই।

সম্মেলনে ওয়াং ই বলেন, জি-টোয়েন্টি প্রতিষ্ঠার মাধ্যমে বহুপক্ষবাদ ও বিশ্ব-প্রশাসন সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। জি-টোয়েন্টি ম্যাকানিজম স্থাপনের ১৯তম বার্ষিকীতে বহুপক্ষবাদ ও বিশ্ব-প্রশাসন নিয়ে আলোচনা অর্থবহ। বিশ্বে বর্তমানে একতরফাবাদ ও সংরক্ষণবাদের প্রবণতা বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকির সৃষ্টি করছে। এ-অবস্থায় কে কোন পক্ষে থাকছে তা স্পষ্ট হওয়া জরুরি।

তিনি বলেন, বর্তমান যুগ বহুপক্ষবাদ, বিশ্ব-প্রশাসন উন্নয়ন, ও অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার যুগ। সকল দেশের স্বার্থেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে সবাই লাভবান হবে। আন্তজার্তিক আইন ও নীতি অনুযায়ী সমতার ভিত্তিতে আলোচনা করে নিজেদের মধ্যে মতভেদ দূর করতে হবে।

ওয়াং ই বলেন, আমাদেরকে বহুপক্ষবাদের ভিত্তিতে মানবজাতির জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে হবে। আমাদের সংস্কারের উদ্দেশ্য হবে বিশ্ব-প্রশাসন উন্নত করা।

তিনি বলেন, চীন জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে আয়োজনে আর্জেন্টিনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। আশা করা যায়, জি-টোয়েন্টির হাত ধরে বিশ্ব অর্থনীতি আরও সামনে এগিয়ে যাবে এবং বিশ্ব-প্রশাসনব্যবস্থাও আরও উন্নত হবে।(আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040