উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি সুযোগ ও সমর্থন দেওয়া উচিত: জি-টোয়েন্টি সম্মেলনে ওয়াং ই
  2018-05-22 14:23:41  cri
মে ২২: জি-টোয়েন্টির উচিত উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি সুযোগ ও সমর্থন দেওয়া। সার্বিকভাবে বিশ্বের অর্থনীতির কল্যাণেই তা করতে হবে। গতকাল (সোমবার) আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ-কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, চলমান বিশ্বে অনেক সমস্যা আছে। বিশ্বের উন্নয়ন-পরিস্থিতিও জটিল। উন্নয়নের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি; পরিবেশ, জ্বালানিসম্পদ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য-নিরাপত্তার সমস্যা এখনও প্রকট। এ-অবস্থায় বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহযোগিতায় উন্নয়নশীল দেশগুলোর স্বার্থকে বিবেচনায় রাখতে হবে এবং এসব দেশের ওপর সব ধরনের নেতিবাচক প্রভাব এড়াতে হবে।

ওয়াং ই বলেন, এখনও প্রতিবছর নবোদিত রাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজির ঘাটতি আছে এক থেকে দেড় ট্রিলিয়ন মার্কিন ডলার। এ-ঘাটতি পূরণে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মাধ্যমে চেষ্টা করছে চীন। জি-টোয়েন্টি এ-ব্যাপারে সহযোগীর ভূমিকা পালন করবে বলে চীন আশা করে।

ওয়াং ই আরও বলেন, গত ৪০ বছরে চীনের ৭০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। এসময় বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে চীন। চীনাদের পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমেই এমন সাফল্য অর্জিত হতে পেরেছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040