বেইজিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন
  2018-05-21 19:17:30  cri

মে ২১: সম্প্রতি বেইজিংয়ের ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের রাষ্ট্রদূত গৌতম বামবাওয়ালে, রবীন্দ্র গবেষক, বেইজিং বিশ্ববিদ্যালয়, বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং চীন ও ভারতের সাংবাদিকসহ শতাধিক মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভারতের রাষ্ট্রদূত বলেন, ভারত ও চীন এশিয়া মহাদেশের দুটি সভ্য দেশ। চীনের সভ্যতা রবীন্দ্রনাথ ঠাকুরকে আকৃষ্ট করেছিল। তিনি ১৯২৪ ও ১৯২৯ সালে পরপর দু'বার চীন সফর করেছেন এবং চীনের জনগণের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করেছে। কলকাতায় শান্তিনিকেতনে বিশ্ববিখ্যাত চীনা ইন্সটিটিউট স্থাপন করা হয়, যা দু'দেশের সংস্কৃতি ও জ্ঞান বিনিময়ের সেতুতে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক মৈত্রী আরও গভীর হবে বলে তিনি আশা করেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040