'শো ইয়োর লাভ ফর দ্য এসসিও' অনুষ্ঠান ২ কোটি মানুষকে আকর্ষণ করেছে
  2018-05-21 19:11:21  cri
মে ২১: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের অধীনস্থ চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে 'শো ইয়োর লাভ ফর দ্য এসসিও' অনুষ্ঠান শুরু হয়। সংশ্লিষ্ট কয়েকটি দেশের মানুষ এতে অংশ নিয়েছে। আজ (সোমবার) এ অনুষ্ঠানটি ২ কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাত লাখ লাইক ছাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক হাজারেরও বেশি লাইক পেয়েছে সিআরআই। এ ছাড়া, শাংহাই সহযোগিতা সংস্থার ১৮টিরও বেশি দেশের ৬০ জনের বেশি রাজনীতিবিদ ও তারকা এতে অংশ নিয়েছেন।

রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার ফেডারেল ডিজিটাল উন্নয়ন, টেলিযোগাযোগ ও গণমাধ্যম উপমন্ত্রী এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত অনুষ্ঠানটি পছন্দ করেছেন। এ ছাড়া, বিশ্বের বিভিন্ন দেশ ও বিভিন্ন জাতির মানুষ নিজের পেশাগত, জাতিগত ও স্ববৈশিষ্ট্যময় পোশাকে 'শো ইয়োর লাভ' ভিডিও কর্তৃপক্ষকে পাঠিয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040