চুক্তি অনুযায়ী নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র: রুশ কর্মকর্তা
  2018-05-21 18:20:09  cri
মে ২১: আইআরবিএম চুক্তির আওতায় নিষিদ্ধ মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনও তৈরি করছে যুক্তরাষ্ট্র। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পারমাণবিক ঝুঁকি নিরসন কেন্দ্রের পরিচালক সারগেই রাজিকোভ 'দ্য রেড স্টার' পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, নিজস্ব ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র ধারাবাহিক স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এ ক্ষেপণাস্ত্রটি চুক্তি অনুযায়ী নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

১৯৮৭ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন 'মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি' বা আইআরবিএম স্বাক্ষর করে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040