চীন ও চিলি'র পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2018-05-21 16:27:58  cri
মে ২১: গতকাল (রোববার) সকালে আর্জেন্টিনায় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চিলি'র পররাষ্ট্রমন্ত্রী রবার্তো আমপুয়েরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জি-টুয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে আর্জেন্টিনা সফর করছেন ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, চিলি লাতিন আমেরিকায় চীনের বন্ধু দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বেড়েছে; এতে জনগণের কল্যাণ হয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চিলি'র যথাসাধ্য প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় '২০২৫ বিনিয়োগের পরিকল্পনা' যুক্ত করা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগসহ নানা ক্ষেত্রে কল্যাণ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চিলি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করে চীন।

বৈঠকে রবার্তো আমপুয়েরো বলেন, চীন অবাধ বাণিজ্য, উন্মুক্তকরণ বিশ্ব অর্থনীতি গঠনের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে, চিলি তার প্রশংসা করে। দেশটি 'এক চীন নীতি'তে অবিচল রয়েছে। চীনের সঙ্গে উর্ধ্বতন কর্মকর্তাদের বিনিময়, পারস্পরিক কল্যাণ অর্জনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় চিলি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040