চাঁদের রহস্যময় অংশ পর্যবেক্ষণের জন্য চীনের কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ
  2018-05-21 13:35:08  cri
মে ২১: চাঁদের যে-অংশটুকু পৃথিবী থেকে দেখা যায় না—সেই রহস্যময় অংশ পর্যবেক্ষণের সুবিধার্থে, 'ছুয়েছিয়াও' নামক একটি 'রিলে স্যাটেলাইট' মহাশূন্যে পাঠিয়েছে চীন। আজ (সোমবার) ভোর ৫টা ২৮ মিনিটে সিছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে লংমার্চ-৪সি রকেটের মাধ্যমে উপগ্রহটি উত্ক্ষেপণ করা হয়।

'ছুয়েছিয়াও' উপগ্রহটি পৃথিবীর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে 'ছাং-অ্য ৪' চন্দ্রযানের 'যোগাযোগ-সেতু' হিসেবে কাজ করবে। পরিকল্পনা অনুসারে, চলতি বছরের শেষ দিকে 'ছাং-অ্য ৪' চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠের সে-অংশে অবতরণ করবে, যে-স্থানটি পৃথিবী থেকে দেখা যায় না। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040