চীন সক্রিয়ভাবে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনায় অংশ নিয়েছে
  2018-05-21 13:25:38  cri
মে ২১: বন্ধুরা, ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন স্থানীয় সময় আজ (সোমবার) জেনেভায় উদ্বোধনের কথা রয়েছে। গতকাল (রোববার) চীনের প্রতিনিধি দল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সবাইকে জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা সিয়াও উই জানিয়েছেন, চীন জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং জনগণের কল্যাণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। চীন সক্রিয়ভাবে বিশ্বের স্বাস্থ্য পরিচালনায় অংশ নেয় এবং মানবজাতির স্বাস্থ্যের জন্য চীনের বুদ্ধি ও শক্তি কাজে লাগায়।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলন হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থা। প্রতি বছর এক বার এই সম্মেলন আয়োজন করা হয়। এতে বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা সিয়াও উই চীন সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে চলতি বছরের সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, চীন ইতোমধ্যে 'সুস্বাস্থ্যবান চীন'কে রাষ্ট্রীয় কৌশল হিসেবে নির্ধারণ করেছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা এবং মানবজাতির স্বাস্থ্য কল্যাণ বাড়ানোর জন্য সহযোগিতা করছে। তিনি বলেন:

চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে কার্যকর স্বাস্থ্য পরিচালনার অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে চীনের বুদ্ধি ও চীনের শক্তি প্রদান করেছে এবং অন্যান্য দেশের সঙ্গে তা ভাগাভাগি করেছে।

চীন সক্রিয়ভাবে বিশ্বের স্বাস্থ্য পরিচালনায় অংশ নিয়েছে। বহুবছর ধরে চীন টেকসইভাবে উন্নয়নশীল দেশের স্বাস্থ্য কাজে সহায়তা দিয়ে আসছে এবং সক্রিয়ভাবে আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। ১৯৬৩ সাল থেকে এই পর্যন্ত চীন উন্নয়নশীল দেশে মোট ২৫ হাজার চিকিত্সক পাঠিয়েছে, এতে ২৮ কোটি রোগী চীনের চিকিত্সা সেবা পেয়েছে। কঙ্গো প্রজাতন্ত্রে নতুন দফা ইবোলা মহামারী দেখা দিয়েছে। মা সিয়াও উই বলেন, ২০১৪ সালে যখন পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে, তখন চীন ১ হাজার ২ শ'রও বেশি চিকিত্সক সেখানে পাঠায়। তা ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য বিরাট অবদান রাখে। তিনি বলেন:

চীন ইবোলা ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন সক্রিয়ভাবে এর প্রতিরোধ কাজে অংশ নিয়েছে এবং ২০১৪ সালে আমাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক সমাজের সঙ্গে ভাগাভাগি করি।

এছাড়া, তিনি এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিষয় নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইওয়ান একটানা ৮ বছর 'চীনা তাইপে' নামে এবং পর্যবেক্ষক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশ নিয়েছে। তা হল তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এবং '১৯৯২ সালের সমঝোতা'র পরিপ্রেক্ষিতে দু'তীরের আলোচনার ফলে নেয়া বিশেষ ব্যবস্থা। এবার তাইওয়ান সম্মেলনে অংশ নিতে পারছেনা, এর কারণ হল তাইওয়ান ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এখনো '১৯৯২ সালের সমঝোতা'র স্বীকৃতি দেয়নি, তাই তাইওয়ানের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণের ভিত্তি আর নেই। তিনি সঙ্গে সঙ্গে বলেন, এক চীন নীতির ভিত্তিতে চীন সরকার তাইওয়ানের বিশ্বের স্বাস্থ্য ব্যাপারে অংশগ্রহণের সঠিক ব্যবস্থাপনা নিয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040