'নির্মল বাতাসে দীর্ঘ সুর'
  2018-05-21 10:59:49  cri



বন্ধুরা, গতকাল আমি আপনাদেরকে লিউ হুয়ান'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরও কয়েকটি গান শোনাবো। চীনের একটি বিখ্যাত্ কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, ২০০৮ সালে লিউ হুয়ান ও সারাহ ব্রাইটম্যান (Sarah Brightman) একসঙ্গে বেইজিং অলিম্পিক গেমসের থিম সং গেয়েছেন। ২০১২ সালে তিনি গৃহশিক্ষকের দায়িত্ব পালন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নির্মল বাতাসে দীর্ঘ সুর' গানটি শোনাবো। গানটি ১৯৯৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'নির্মল বাতাসে দীর্ঘ সুর' গানটি। লিউ হুয়ান থিয়ানচিনে একটি শিক্ষক-পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ৮ বছর বয়সে তিনি কমিক ডায়ালগের ছোট অভিনেতায় পরিণত হন। তিনি ভালোভাবে বেইজিং অপেরা গাইতে পারেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বীরের গান' শোনাবো। গানটি ১৯৯৮ সালে রিলিজ হয়। গানে শানতুং, হ্যনান ও হুপেই-এর লোকগানের বৈশিষ্ট্য দেখা যায়। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'রীরের গান'। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি চীনের আন্তর্জাতিক সম্পর্ক একাডেমি'র ফরাসি সাহিত্য বিভাগে লেখাপড়া করেন। কিন্তু তাঁর সংগীতে আগ্রহ বেশি ছিল। তিনি বলেন, 'প্রথমে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি। তখন পপ কম শুনতাম।' তিনি হাইস্কুলে পিয়ানো বাজানো শেখা শুরু করেন। তিনি আরও বলেন, '১৯৮৩ সাল থেকে আমি পপ সংগীত রচনা শুরু করি এবং গিটার বাজানো শিক্ষা শুরু করি।' আচ্ছা, এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সহকর্মীদের স্মরণ করি' গানটি শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'সহকর্মীদের স্মরণ করি' গানটি। ১৯৮৫ সালে তিনি বেইজিংয়ে ফরাসি দূতাবাস আয়োজিত ফরাসি গান প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং এক সপ্তাহ ফ্রান্সে ভ্রমণের সুযোগ পান। ১৯৮৭ সাল থেকে লিউ হুয়ান আলাদাভাবে আন্তর্জাতিক সম্পর্ক একাডেমি ও আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ে 'পাশ্চাত্য সঙ্গীত ইতিহাস' শিক্ষা দেন। ২০০১ সালে তিনি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট তরুণ শিক্ষকের পুরস্কার লাভ করেন। এ ছাড়াও তিনি আলাদাভাবে চীনের রাজনীতি ও আইন বিশ্ববিদ্যালয়, চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি, বেইজিং বিশ্ববিদ্যালয় ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর বক্তৃতা করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শিকড়ের ওপর সবুজ পাতার অনুভূতি' শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন 'শিকড়ের ওপর সবুজ পাতার অনুভূতি' গানটি। এখন আমি আপনাদেরকে 'ধীর লয়ের গান' শীর্ষক গান শোনাবো। 'ধীর লয়ের গান' চীনের প্রাচীন সং রাজবংশ আমলের (৯৬০-১২৭৯) নারী কবি লি ছিং চাও'র বিখ্যাত কবিতা। কবিতায় রাজ্য ধ্বংস ও বাড়ি হারানোর কষ্ট প্রকাশ পেয়েছে। চীনের বিখ্যাত সুরকার কাও সিয়াও সং গানের সুর করেছেন। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040