আসন্ন চীন সফরে অ্যাঙ্গেলা মার্কেলের প্রত্যাশা
  2018-05-20 19:23:51  cri

মে ২০: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গতকাল (শনিবার) এক ভিডিও বার্তায় তার আসন্ন চীন সফর নিয়ে বিভিন্ন প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং চীনের সঙ্গে বহুপক্ষবাদ জোরদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ের আশা প্রকাশ করেছেন। আগামী ২৪ ও ২৫ মে মার্কেল চীন সফর করবেন।

মার্কেল বলেন, জার্মানি ও চীন জি-টুয়েন্টি ব্যবস্থার ঘনিষ্ঠ সহযোগী এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে। এবারের চীন সফরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যসহ নানা বিষয়ে তিনি আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

আসন্ন চীন সফরে মার্কেল শেনচেন শহর পরিদর্শন করবেন। বিভিন্ন সময় চীন সফরে চীনের অনেক প্রদেশ ও শহর পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবার তিনি চীনের উন্নয়নের জীবনীশক্তি ও ব্যাপকতা অনুভব করেন। শেনচেন বিশেষ একটি শহর, চীনা অর্থনীতির উন্মুক্তকরণ শুরু হয় এখানে এবং অনেক জার্মান কোম্পানি শহরটিতে বিনিয়োগ করেছে বলে উল্লেখ করেন তিনি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040