বাণিজ্য-যুদ্ধ এড়ানোর সিদ্ধান্তে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ আনন্দিত
  2018-05-20 11:15:00  cri
মে ২০: গতকাল (শনিবার) সকালে ওয়াশিংটনে চীন-যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সংলাপ শেষ হয়েছে। সংলাপ শেষে এক যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এতে বাণিজ্যিক সংঘাত এড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এতে দু'দেশের জনগণ আনন্দিত।

সংলাপে দু'দেশের সব চাহিদা ও দাবি পূরণ না হলেও তা ইতিবাচক, সমতাসম্পন্ন, উপযোগী এবং গঠনমূলক হয়েছে। এ বিবৃতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়ন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

এবারের সংলাপে চীন ও যুক্তরাষ্ট্রের বড় দল অংশ নিয়েছে। সংলাপে বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ভারসাম্য ও সহজ লেনদেন বিবেচনায় রেখে অভিন্ন স্বার্থের দিকে নজর রাখতে হয়েছে। অভিন্ন স্বার্থগুলো জনস্বার্থ সম্পর্কিত। তাই সংলাপের সময় চীনা প্রতিনিধিরা সি চিন পিংয়ের উত্থাপিত 'জনগণের অর্জন নিশ্চিত করা'র চেতনা সামনে রেখেছেন। এ চেতনাকে সম্মান দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তাই এ সংলাপ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এতে দু'দেশের জনগণ বিজয়ী হয়েছে।

যৌথ বিবৃতিতে দু'দেশ ঘোষণা করে যে, চীনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি কমানোর জন্য বাস্তব ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রক্রিয়াজাত শিল্প ও পরিষেবা বাণিজ্য নিয়ে আলোচনা চলবে। এতে করে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য ও পরিষেবা আমদানি করবে। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য, তেল, দূষণমুক্ত পণ্য ও হাইটেক পণ্য।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের মানুষ বিদেশি পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে উঠেছে। তাদের বৈচিত্র্যময় ভোগ্য পণ্য চাহিদা প্রতিফলিত হয়েছে। যেমন, যুক্তরাষ্ট্রের কমলা, সয়াবিন, পেস্তা বাদাম, রেড ওয়াইন ও গরুর মাংস চীনাদের উচ্চ পর্যায়ের চাহিদা মেটানোর পাশাপাশি মার্কিন কৃষকদের আয় বাড়িয়েছে।

ওয়াশিংটন ত্যাগের প্রাক্কালে লিউ হ্য বলেন, এবারের চীন-যুক্তরাষ্ট্র সংলাপের সর্বোচ্চ সাফল্য হচ্ছে বাণিজ্য যুদ্ধ এড়ানো, বিভিন্ন মতৈক্য অর্জন এবং পরস্পরের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বন্ধ করা। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই জনকল্যাণমূলক অভিন্ন স্বার্থের বাণিজ্যিক সিদ্ধান্তে পৌঁছেছে; যা চীন, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040