চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনার যৌথ বিবৃতি প্রকাশিত
  2018-05-20 10:51:50  cri

মে ২০: গতকাল (শনিবার) ওয়াশিংটনে চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক আলোচনা নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী গত ১৭-১৮ মে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত, চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হ্য'র নেতৃত্বে একটি চীনা প্রতিনিধিদল মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিন, বাণিজ্যমন্ত্রী উইলবার রসের নেতৃত্বাধীনে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন।

দু'পক্ষ চীনের সঙ্গে মার্কিন বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনার বিষয়ে একমত হয়েছে। চীনের অর্থনীতিকে উচ্চ পর্যায়ে এগিয়ে নিতে ও জনগণের ঊর্ধ্বগতির ভোক্তা চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য ও সেবা আমদানি করবে চীন।

প্রয়োজনে দু'পক্ষ মার্কিন কৃষি পণ্য ও জ্বালানি রপ্তানি-বাণিজ্য বাড়াবে এবং মার্কিন প্রতিনিধিদল চীনে এসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

দু'পক্ষ প্রক্রিয়াজাত শিল্প ও পরিষেবা বাণিজ্য সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছে এবং এ দু'টি খাতের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে একমত হয়েছে।

দু'পক্ষ মেধাস্বত্বের ওপর গুরুত্ব দেয় এবং এ বিষয়ে সহযোগিতা জোরদার করবে। মেধাস্বত্ব আইনসহ নানা আইন সংশোধনের কাজ এগিয়ে নিবে চীন।

পারস্পরিক বিনিয়োগ উৎসাহ দেওয়া এবং বাণিজ্যিক প্রতিযোগিতার উত্তম পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে দু'পক্ষ।

সেইসঙ্গে দেশ দু'টি উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রেখে নিজেদের আর্থ-বাণিজ্যিক উদ্বেগ দূর করতে রাজি হয়েছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040