চীন ও পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-05-19 18:44:06  cri
মে ১৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) লিসবনে পর্তুগালের প্রধানমন্ত্রী অগস্তো সান্তোস সিলভার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের সময় ওয়াং ই বলেন, পর্তুগাল ইউরোপে চীনের নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র। দু'দেশের সম্পর্কের ওপর চীন সবসময় গুরুত্ব দেয় এবং দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে দেশটির উন্নয়ন-কৌশল সংযুক্ত করা এবং নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে বাণিজ্যিক বিনিয়োগ জোরদার করতে চায় চীন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সিলভা বলেন, পর্তুগাল ও চীনের সামাজিক ব্যবস্থা ভিন্ন হওয়ার পরও বিশ্বায়ন, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা এবং সংলাপের মাধ্যমে বিরোধ মোকাবিলাসহ নানা ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। পর্তুগাল দু'দেশের আর্থ-বাণিজ্যিক, শিক্ষা, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে এবং বাস্তব সাফল্য অর্জনের জন্য চীনের সঙ্গে চেষ্টা চালাতে ইচ্ছুক।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040