চীন-পর্তুগাল সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাবে: ওয়াং ই
  2018-05-19 16:48:11  cri

মে ১৯: চীন-পর্তুগাল সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন চীনের চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি পর্তুগালের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) লিসবনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অগাস্তো সিলভার সঙ্গে বৈঠক করেছেন। এরপর তাঁরা একটি যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

ওয়াং ই বলেন, গেল কয়েক বছরে, চীন ও পর্তুগাল উন্মুক্ত ও সহনশীল এবং পারস্পরিক কল্যাণকর মানসিকতা নিয়ে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা করেছে এবং দু'দেশের আর্থ-বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিয়েছে। আগামী বছর চীন ও পর্তুগালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। দু'পক্ষ এই সুযোগ কাজে লাগিয়ে সহযোগিতা বাড়াবে এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নেবে।

ওয়াং ই আরও বলেন, চীন ও পর্তুগাল 'এক অঞ্চল, পক পথ' যৌথ নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার হতে চায়। 'এক অঞ্চল, এক পথ' ও পর্তুগালের জাতীয় উন্নয়ন কৌশল সংযুক্ত করে পর্তুগালকে একবিংশ শতকের সামুদ্রিক রেশম পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত করতে চায় চীন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040