গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে জরুরি আলোচনা
  2018-05-19 16:26:04  cri

মে ১৯: জাতিসংঘ মানবাধিকার পরিষদ গতকাল (শুক্রবার) জেনিভায় অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা আয়োজন করেছে। আলোচনায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে গাজা অঞ্চলে যত দ্রুত সম্ভব তদন্তকারী দল পাঠানো এবং ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ও মানবিক অপরাধের তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক ঊর্ধ্বতন কমিশনার জেইদ রাদ আল-হুসাইন সম্মেলনে বলেন, ৩০ মার্চ থেকে গাজায় ইসরাইলি দখলের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয় এবং এ পর্যন্ত ১২ শিশুসহ ৮৭ জন ফিলিস্তিনি মানুষ ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে। সহিংস স্থানের পাশাপাশি অন্যান্য অঞ্চলেও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অন্তত ১২ হাজার ফিলিস্তিনি বিক্ষোভ প্রদর্শনের সময় আহত হয়েছে। গেল এক সপ্তাহে, গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গত ১৫ মে এক দিনে কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা হত্যা করেছে বলে জানান তিনি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040