চীনের পররাষ্ট্রমন্ত্রীর ইউরোপ সফরে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
  2018-05-19 16:23:51  cri
মে ১৯: এবারের ইউরোপ সফরে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল (শুক্রবার) লিসবনে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী অগাস্টো সান্তোস সিলভার সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এ-কথা বলেছেন।

ওয়াং ই বলেন, তিনি এবার ফ্রান্স, স্পেন ও পর্তুগাল সফর করেছেন। চীনের নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ইউরোপ সফর এটি। চীন-ইউরোপ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকীর এ সফরে দুই অঞ্চলের সম্পর্কের ওপর চীনের অব্যাহত গুরুত্ব ফুটে উঠেছে। সম্পর্কের ১৫তম বার্ষিকীতে সহযোগিতা জোরদার করা এবং চীন-ইউরোপ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিতে চায় চীন।

ওয়াং ই আরও বলেন, তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষনেতাদের সঙ্গে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মতৈক্য অর্জন করেছেন। তিন পক্ষ নতুন যুগ ও আন্তর্জাতিক পরিস্থিতিতে একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং একে অপরের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040