ফিলিস্তিনের গাজায় সহিংসতায় বহু হতাহতের ঘটনায় উদ্বিগ্ন চীন
  2018-05-19 16:22:38  cri

মে ১৯: সম্প্রতি ফিলিস্তিনের গাজা অঞ্চলে সহিংসতায় বহু হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। পাশাপাশি ইসরাইল ও ফিলিস্তিন, বিশেষ করে ইসরাইলকে সংযম অবলম্বন করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানায় চীন। গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ইয়ু চিয়ান হুয়া এসব কথা বলেছেন।

এদিন জাতিসংঘ মানবাধিকার পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে বিশেষ এক সম্মেলনে ইয়ু চিয়ান হুয়া বলেন, বেসামরিক মানুষের ওপর সশস্ত্র আক্রমণের বিরোধিতা করে চীন এবং সাধারণ মানুষের ওপর সহিংসতা বন্ধের জন্য সংশ্লিষ্ট পক্ষকে তাগিদ দেয় বেইজিং। তিনি বলেন, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, যত দ্রুত সম্ভব ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংলাপ শুরু করা এবং সংলাপের মাধ্যমে জেরুজালেম ইস্যুর চূড়ান্ত সমাধান প্রত্যাশা করে চীন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040