নতুন রুশ সরকার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন
  2018-05-19 16:21:11  cri

মে ১৯: গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের উত্থাপিত মন্ত্রিসভার নামের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন ভবন ওয়েবসাইট জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় আন্তোন সিলুয়ানোভ প্রধান উপপ্রধামন্ত্রী ও অর্থমন্ত্রী, ইউরি ত্রুতনেভ উপপ্রধানমন্ত্রী এবং দূরপ্রাচ্য অঞ্চলে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, সারগেই শোইগু প্রতিরক্ষামন্ত্রী, সারগেই লাভরভ পররাষ্ট্রমন্ত্রী, ভ্লাদিমির কোলোকোল্টসেভ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আলেক্সান্ডার কোজলভ দূরপ্রাচ্য উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন রুশ সরকারের মন্ত্রিসভায় ১০ জন উপপ্রধানমন্ত্রী রয়েছেন। তা ছাড়া, রুশ শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয় নামে দুটি আলাদা মন্ত্রণালয় গঠিত হয়েছে।

রাশিয়ার আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জরুরি ব্যবস্থা মন্ত্রণালয় এবং আইন-বিচার মন্ত্রণালয় সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040