পাক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সামরিক কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যানের বৈঠক
  2018-05-19 16:18:50  cri
মে ১৯: সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসির সঙ্গে চীনের সামরিক কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান চাং ইয়ো সিয়া সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের সময় চাং ইয়ো সিয়া শাহেদ খাকান আব্বাসিকে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য চিয়াংয়ের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। আব্বাসি এতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আব্বাসি বলেন, দীর্ঘকাল ধরে চীন-পাকিস্তান সম্পর্ক খুব ঘনিষ্ঠ রয়েছে। প্রতিরক্ষা খাতে দুই দেশের মজবুত সহযোগিতা রয়েছে। পাকিস্তান বরাবরই সন্ত্রাস দমনে চেষ্টা চালিয়ে আসছে এবং 'এক চীন' নীতিতে অবিচল রয়েছে। চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব বিনিময় জোরদার করতে ইচ্ছুক তার পাকিস্তান।

জবাবে চাং ইয়ো সিয়া বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং চীন-পাকিস্তান সম্পর্ককে খুব গুরুত্বারোপ করেন। পাক নেতাদের সঙ্গে সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্কের গভীর উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক চীন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040