Web bengali.cri.cn   
চীনে সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন
আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিসি'র কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ভাষণ দেন।
আরো>>

চীনে সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন


১৯৭৮ সালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র একাদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ সম্মেলনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৯ সালে পার্টির কেন্দ্রীয় কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক অর্থনৈতিক কার্যক্রমে 'বিশেষ নীতি ও নমনীয় ব্যবস্থা' গ্রহণ করতে কুয়াং তোং ও ফু চিয়েন প্রদেশকে অনুমোদন দেয় এবং শেনচেন, চুহাই, সিয়ামেন ও শানথৌ শহরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নেয়। ফুচিয়েন এবং কুয়াং তোং প্রদেশ চীনের সবচেয়ে আগে বৈদেশিক উন্মুক্তকরণের প্রদেশ হয়ে ওঠে। সংস্কার ও উন্মুক্তকরণের মধ্য দিয়ে চীনা জনগণ নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে।
• চীনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে: সি চিন পিং • বাহিনীর ওপর সিপিসি'র নিরঙ্কুশ নেতৃত্ব বজায় থাকবে: সি চিন পিং
• মৌলিক সমস্যায় বিধ্বংসী ভুল করবে না চীন: সি চিন পিং • সার্বিক কঠোরভাবে পার্টি পরিচালনা করা উচিত্: সি চিন পিং
• উন্মুক্তকরণ বাড়াতে হবে: সি চিন পিং • উন্নয়নকে সবার ওপরে রাখা প্রয়োজন: সি চিন পিং
• চীনের সামাজিক ব্যবস্থার সুবিধা বাড়াতে হবে: সি চিন পিং • নব্যতাপ্রবর্তন সংস্কার ও উন্মুক্তকরণের প্রাণশক্তি: সি চিন পিং
আরো>>

মৌলিক সমস্যায় বিধ্বংসী ভুল করবে না চীন: সি চিন পিং

সার্বিক কঠোরভাবে পার্টি পরিচালনা করা উচিত্: সি চিন পিং

উন্নয়নকে সবার ওপরে রাখা প্রয়োজন: সি চিন পিং

চীনের সংস্কারবিষয়ক মৈত্রী পুরস্কার পেয়েছেন ১০ জন আন্তর্জাতিক বন্ধু
আরো>>
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040