শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেগুলোর মধ্যে মাদকদমন প্রশ্নে মতৈক্য
  2018-05-18 17:05:29  cri
মে ১৮: শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে মাদকদমন প্রশ্নে গুরুত্বপূর্ণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সংস্থার মাদকদমন দফতরের অষ্টম সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হন যে, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর উচিত মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও সমন্বিত করা এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা।

চীনের জাতীয় মাদকদমন কমিটির উপ-মহাপরিচালক এবং গণনিরাপত্তা মন্ত্রণালয়ের সন্ত্রাসদমন কমিশনার লিউ ইয়্যু চিন সম্মেলনে বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে এতদঞ্চলে মাদকদমনের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাম্প্রতিক বছরগুলোতে মাদকের বিরুদ্ধে কার্যকর সহযোগিতা চালিয়েছে এর সদস্যদেশগুলো। চীন এর ভূয়সী প্রশংসা করে।

তিনি আরও বলেন, মাদকদমনের ক্ষেত্রে সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও চীন আশা করে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040