গাজা অঞ্চলের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত: আরব লিগ
  2018-05-18 17:02:18  cri
মে ১৮: সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সহিংসতা নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে মনে করে আরব লিগ। গতকাল (বৃহস্পতিবার) মিসরের রাজধানী কায়রোতে সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি সম্মেলনে এই মনোভাব ব্যক্ত করা হয়।

সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, যুক্তরাষ্ট্র জেরুসালেমে দূতাবাস স্থানান্তর করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এতে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষিত হয়েছে।

আর সম্মেলনশেষে এক সাংবাদিক সম্মেলনে আরব লিগের মহাসচিব আহমাদ আব্দুল ঘেইত বলেন, ইসরাইলি সৈন্যদের গুলিতে অর্ধ-শতাধিক ফিলিস্তিনি নিহত হবার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানায় আরব লিগ।

উল্লেখ্য, ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস গত ১৪ মে জেরুসালেমে স্থানান্তরিত হয়। ফিলিস্তিনের বহু শহরে এর প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এর মধ্যে গাজায় সীমান্ত এলাকায় ইসরাইলি সৈন্যদের গুলিতে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং দুই সহস্রাধিক আহত হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040