চীন ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
  2018-05-18 15:22:37  cri
মে ১৮: স্থানীয় গতকাল ( বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মাদ্রিদে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনস দাসতিস'র সাথে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই জনান, স্পেন হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে চীনের ঘনিষ্ঠ বন্ধু। সাম্প্রতিক বছরে দু'দেশ পরস্পরকে বুঝা,সম্মান এবং সমর্থন করে। এ বছর হচ্ছে চীন ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী। দু'দেশের ইতিহাসের অভিজ্ঞতা সুষ্ঠভাবে অনুসরণ করে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠভাবে প্রণয়ন করা উচিত। স্পেনের "এক অঞ্চল এক পথ" উদ্যোগকে সমর্থনের অবস্থান চীন প্রশংসা করে। চীন স্পেনের সাথে প্রযুক্তি, পর্যটন, অবকাঠামো নির্মাণ, জ্বালানী ও টেলিযোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা আরো উন্নীত করবে।

আলফনস দাসতিস বলেন, দু'দেশের সম্পর্ক উন্নয়ন এখন সুষ্ঠুভাবে চলছে। স্পেন দু'দেশের সম্পর্ক উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে দু'দেশের সম্পর্ক আরো উন্নতি করতে ইচ্ছুক স্পেন। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার প্রচেষ্টা স্পেন সমর্থন করে এবং চীনের সাথে একসাথে "এক অঞ্চল এক পথ" সুষ্ঠুভাবে নির্মাণ করবে। স্পেন চীনের সাথে কৌশলগত যোগাযোগ এবং সমন্বয় জোরদার করে একসাথে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করবে।

(আকাশ/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040