"এক অঞ্চল এক পথ" বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নতুন পথ সৃষ্টি করেছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-18 15:21:34  cri
মে ১৮: স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভস লা দ্রিয়ান'র সাথে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, "এক অঞ্চল এক পথ" উদ্যোগ চীন সূচনা করেছে কিন্তু এর সুযোগ ও ফলাফল সারা বিশ্বের। "এক অঞ্চল এক পথ" উদ্যোগ ৫ বছর আগে শুরু হয়েছে। এই সময়ে চীন ও এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট দেশ সমূহের মোট বানিজ্যের পারিমান ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মোট বিনিয়োগের পরিমান ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীন এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট ৪৩টি দেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন করেছে এবং সংশ্লিষ্ট দেশে দু' লাখের ও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য বিশ্লেষণ এটাই প্রমান করে যে, "এক অঞ্চল এক পথ " বিশ্বায়নের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ এবং সংশ্লিষ্ট দেশের জনগণের কল্যাণের জন্য অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছে।"এক অঞ্চল এক পথ "বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নতুন পথ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, "এক অঞ্চল এক পথ " উদ্যোগে স্বচ্ছ ও সহনশীল নীতি পালন করা হচ্ছে এবং এতে একসাথে আলোচনা, একসাথে স্থাপন এবং একসাথে ভোগের নীতি বিদ্যমান। প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, "এক অঞ্চল এক পথ " হচ্ছে শান্তিপূর্ণ পথ, উন্নয়ন পথ, উম্মুক্ত পথ এবং পরিবেশ বান্ধব পথ।

তিনি আরো জানান, "এক অঞ্চল এক পথ" উন্নয়নে অবশ্যই প্রত্যেক অংশগ্রহণকারী দেশের প্রকৃত চাহিদা বিবেচনা করতে হবে।

(আকাশ/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040