শান্তি ও জীবন হল সবচেয়ে মূল্যবান জিনিস: ওয়াং ই
  2018-05-18 10:44:21  cri
মে ১৮: স্পেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও সেদেশের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) মাদ্রিদে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। ওয়াং ই ফিলিস্তিন ও ইসরাইল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওয়াং ই বলেন, শান্তি ও জীবন হল বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। আমরা স্বচ্ছন্দে সশস্ত্র শক্তি ব্যবহার তত্পরতার তীব্র নিন্দা করি। আমরা বিভিন্ন পক্ষকে সর্বোচ্চ শান্তি ও সংযম বজায় রেখে বর্তমান পরিস্থিতি প্রশমনে চেষ্টা করার আহ্বান জানাই। দু'দেশের সমস্যার ৭০ বছরেরও বেশী ইতিহাস রয়েছে। ইতোমধ্যে ব্যাপক হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতি আর চালতে দেওয়া যাবেনা।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের সমস্যা হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যার মূল। জেরুসালেমের অবস্থান হল এ সমস্যার সবচেয়ে সংবেদনশীল বিষয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ হিসেবে চীন দৃঢ়ভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সমর্থন এবং দৃঢ়ভাবে ফিলিস্তিনের বৈধ অধিকার পুনরুদ্ধারে সমর্থন করে যাবে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে 'দু-রাষ্ট্র পরিকল্পনা' ভিত্তি করে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যাটির সার্বিক, ন্যায্য ও যথাযথ সমাধান করতে ইচ্ছুক।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040