ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক
  2018-05-17 16:55:29  cri
মে ১৭: চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত গতকাল (বুধবার) ওয়াশিংটনে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়াও, লিউ হ্য আলাদাভাবে মার্কিন সিনেটের অস্থায়ী প্রেসিডেন্ট ওরিন হ্যাচ এবং প্রতিনিধি পরিষদের অর্থ কমিটির চেয়ারম্যান কেভিন ব্রাডির সঙ্গেও বৈঠক করেন।

হেনরি কিসিঞ্জারের সঙ্গে বৈঠকে লিউ হ্য বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীন-মার্কিন সম্পর্কে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তার এবারের সফরের লক্ষ্য হচ্ছে, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিরোধ মেটানোর উপায় খুঁজে বের করা।

জবাবে হেনরি কিসিঞ্জার বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের শান্তি ও সমৃদ্ধির সঙ্গে জড়িত। দু'পক্ষের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা, যৌথ স্বার্থের ক্ষেত্র সম্প্রসারণ করা, এবং সুষ্ঠুভাবে মতভেদ নিয়ন্ত্রণ করা।

উল্লেখ্য, লিউ হ্য চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী এবং চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংলাপে চীনা প্রতিনিধিদলের প্রধান।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040