সবুজ অর্থনীতি ২ কোটি ৪০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে: আইএলও (অর্থ-কড়ি, ১৯ মে ২০১৮)
  2018-05-19 14:20:53  cri


১. সবুজ অর্থনীতিকে প্রমোট করতে যদি সঠিক নীতিমালা গ্রহণ করা হয়, তবে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ২ কোটি ৪০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র এক প্রতিবেদনে এ-কথা বলা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের সময় আইএলও'র উপ-মহাসচিব ডেবোরাহ গ্রিনফিল্ড বলেন, স্বাস্থ্যকর পরিবেশের ওপর কর্মসংস্থান নির্ভরশীল। সবুজ অর্থনীতি লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য জয় করতে এবং ভবিষ্যত প্রজন্মকে উন্নততর জীবন উপভোগে সক্ষম করতে পারে।

প্রতিবেদন অনুসারে, সবুজ অর্থনীতি উক্ত সময়কালে আমেরিকায় ৩০ লাখ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক কোটি ৪০ লক্ষ, এবং ইউরোপে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, এই বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির জন্য নীতিনির্ধারকদেরকে, বিশেষ করে জ্বালানি খাতে টেকসই নীতি গ্রহণ করতে হবে। বিদ্যুতচালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধির ওপরও প্রতিবেদনে গুরুত্বারোপ করা হয়।

২. চলতি বছরের এপ্রিল মাসে চীনের আমদানি-রফতানির মোট আর্থিক মূল্য ছিল ২.৪ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭.২ শতাংশ বেশি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লিউ আই হুয়া সম্প্রতি বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

তিনি জানান, এপ্রিলে চীনে ভোগ্যপণ্য বিক্রয় হয়েছে ২.৯ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯.৪ শতাংশ বেশি। এ-মাসে চীনের অর্থনীতির সার্বিক পরিস্থিতি ছিল স্থিতিশীল।

মুখপাত্র আরও বলেন, এপ্রিলে উন্নয়নের ধারা বজায় ছিল; কর্মসংস্থান পরিস্থিতি ছিল স্থিতিশীল; দ্রব্যমূল্যও তেমন একটা বাড়েনি।

৩. চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের হংকংয়ের অর্থনীতিতে ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সম্প্রতি এক রিপোর্টে এ-তথ্য জানিয়েছে।

রিপোর্ট প্রকাশকালে স্থানীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিরোধ ভবিষ্যতে হংকংয়ের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৪. 'মেইড ইন চায়না ২০২৫' লক্ষ্যমাত্রা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এই উদ্বেগ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই সম্প্রতি ওয়াশিংটনে এক সেমিনারে এ-মন্তব্য করেন। 'চীন-মার্কিন সম্পর্কের ৪০ বছর' শীর্ষক সেমিনারটির আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।

সেমিনারে চীনা রাষ্ট্রদূত বলেন, সকল দেশই চায় উচ্চ প্রযুক্তির খাতে সুবিধাজনক অবস্থানে থাকতে। চীনও এর ব্যতিক্রম নয়। আর 'মেইড ইন চায়না ২০২৫' হচ্ছে চীনের নিজস্ব উন্নয়নের চাহিদার ভিত্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রা। এর মানে এই যে নয়, চীন অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে শুধু নিজের লাভই দেখবে। এই পরিকল্পনা মার্কিনি শিল্পপ্রতিষ্ঠানসহ বিশ্বের সকল দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্যই উন্মুক্ত থাকবে।

রাষ্ট্রদূত বলেন, বর্তমান চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য-বিরোধ দেখা দিয়েছে। দু'পক্ষের উচিত পরস্পরের স্বার্থের মধ্যে ভারসাম্য সৃষ্টির মাধ্যমে মতভেদ কমিয়ে আনতে সচেষ্ট হওয়া। দু'দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য-ঘাটতি সবসময় একই রকম থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বিগত ৪০ বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে পারস্পরিক কল্যাণকর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা। এই সহযোগিতা দু'দেশের অর্থনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. গত ১১ মে তৃতীয় রেশমপথ এক্সপো চীনের শাআনসি প্রদেশের রাজধানী সি'আনে শুরু হয়ে ১৫ মে মঙ্গলবার শেষ হয়। এক্সপো-তে অর্থনীতি, উন্নয়ন, ও বাণিজ্যবিষয়ক একাধিক ফোরামও আয়োজন করা হয়। এসব ফোরামে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সি'আনেই শুরু হয়েছে প্রাচীন রেশমপথ। এটি চীনা সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতুর ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। সাম্প্রতিক বছরগুলোতেও এই শহর তথা শাআনসি প্রদেশ বিজ্ঞান, প্রযুক্তি, পর্যটন, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জন করেছে।

৬. মাতিয়ারি-লাহোর বিদ্যুৎ-লাইন নির্মাণের জন্য স্টেট গ্রিড কর্পোরেশন অব চায়না (এসজিসিসি)-র সঙ্গে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান সরকার। চীন-পাকিস্তান অর্থনেতিক করিডোর-এর আওতায় এই লাইনটি নির্মিত হবে।

সিন্ধ প্রদেশের মাতিয়ারি থেকে লাহোরের নানকানা সাহিব জেলা পর্যন্ত বিস্তৃত এই লাইনের দৈর্ঘ্য হবে ৮৭৮ কিলোমিটার। এর মধ্যে ৫৫১ কিলোমিটার পাঞ্জাব প্রদেশে এবং ৩১৫ কিলোমিটার সিন্ধ প্রদেশে পড়বে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬৫.৮ কোটি মার্কিন ডলার। ২০২১ সালের প্রথমার্ধে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির শর্ত অনুসারে, নির্মাণকাজ সম্পন্ন হবার পর লাইনটি ২৫ বছর পরিচালনার অধিকার থাকবে চীনা কোম্পানির।

নির্মাণাধীন বিদ্যুৎ-লাইন দিয়ে ৬৬০ কিলোভোল্টের বিদ্যুৎ পরিবাহিত হবে। এর ফলে পাকিস্তানের মধ্যাঞ্চলের বিদ্যুৎ-ঘাটতি দূর হবে এবং এ-খাতে দেশটির অবকাঠামোও অনেক শক্তিশালী হবে।

৭. ইরানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র কোম্পানিগুলোর অধিকার রক্ষায় সচেতন হতে ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়াখ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইরান-পরমাণু-চুক্তি থেকে সরে আসার প্রেক্ষাপটে তিনি এ-আহ্বান জানালেন।

গণমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাত্কারে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর, ইউরোপীয় কোম্পানিগুলোর ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখার অধিকার থাকা উচিত। আর এ-জন্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বয় দরকার। তিনি আরও বলেন, তাঁর দেশ ইইউ'র সদস্যদেশগুলোর সঙ্গে এ-বিষয় ছাড়াও, নতুন তহবিল গড়ে তোলা ও বিদেশে বিনিয়োগসংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইইউ ইরান-বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, অন্তত ৩০০ ফরাসি কোম্পানি ইরানে বিনিয়োগ করেছে।

৭. ভারতীয় রেলওয়ে চলতি বছর ৯০ হাজার শূন্যপদ লোক নিয়োগ দেবে। সম্প্রতি রেলওয়ের একজন কর্মকর্তা এ-তথ্য জানিয়ে বলেন, এসব শূন্যপদের জন্য ২ কোটি প্রার্থী আবেদন করেছেন।

এর আগে ভারতীয় রেলওয়ে ১৩ হাজার কর্মীকে ছাটাই করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘকাল ধরে তাঁরা অবৈধভাবে ছুটিতে আছেন।

উল্লেখ্য, ভারতীয় রেলওয়ের বর্তমান কর্মীসংখ্যা ১৩ লাখ। এটি বিশ্বের সপ্তম বৃহত্তম নিয়োগকারী। ভারতীয় রেলওয়ে প্রায় ৯ হাজার যাত্রীবাহী ট্রেন অপারেট করে এবং প্রতিদিন প্রায় দুই কোটি ৩০ লাখ যাত্রী পরিবহন করে।

৮. শ্রীলংকার কৃষিখাতের আধুনিকায়নের জন্য ৮১ কোটি রুপির (৫১ লাখ মার্কিন ডলার) প্রকল্প হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কলম্বোয় ইইউ'র দূতাবাস সম্প্রতি এ-তথ্য জানায়। দূতাবাস জানায়, ক্ষুদ্র চাষীদের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে প্রকল্পের রূপরেখা ঠিক করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে, শ্রীলংকার কৃষিপণ্যে বৈচিত্র্য আসবে এবং এই খাত থেকে রফতানি আয় বাড়বে।

৯. আমদানির চাপে ১৩০০ কোটি ডলারের বড় বাণিজ্য-ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। এই অংক অতীতের যে-কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অব পেমেন্টের হালনাগাদ যে-তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম নয় মাসেই (জুলাই-মার্চ) পণ্য-বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের প্রায় দ্বিগুণ এবং পুরো অর্থবছরের ঘাটতির চেয়ে সাড়ে ১২ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাণিজ্য-ঘাটতির পরিমাণ ছিল ৭০৩ কোটি ৯০ লাখ ডলার এবং অর্থবছর শেষ হয়েছিল ১১৭৩ কোটি ২০ লাখ ডলারের ঘাটতি নিয়ে। ঘাটতি বেড়েছে সেবা-বাণিজ্যেও। জুলাই-মার্চ সময়ে সেবা-বাণিজ্যে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৩৩৩ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪৬ কোটি ৮০ লাখ ডলার।

১০. বাংলাদেশে এখনও দুই কোটি মানুষ দরিদ্র বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্প্রতি ঢাকার সচিবালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনাসভায় তিনি এ-তথ্য জানান।

আগামী অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে বলে আভাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজেটে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে ভালো বরাদ্দ থাকবে। তবে পরিবহন ও বিদ্যুৎ খাতে বরাদ্দ বেশি থাকবে বলেও তিনি জানান।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040